এবার থেকে সপ্তাহে মাত্র ৪ দিন থাকছে অফিস, ৩ দিন ছুটি! জাপান বা ফিনল্যান্ড নয়, ভারতের অদূর ভবিষ্যতে মিলতে পারে এমন সুবিধা। চাকরিজীবীদের জন্য এমনই আসার খবর শোনা লোক কেন্দ্রীয় শ্রম মন্ত্রক।
নয়া শ্রমবিধি (New Labor Code) লাগু করার তোড়জোড় করছে কেন্দ্রীয় সরকার। চলছে খসড়া চূড়ান্ত করার কাজ। শ্রম মন্ত্রক সূত্রে খবর, এই নদীতে সপ্তাহে কাজের দিন কমিয়ে চারদিন করার কথা বলা হয়েছে।তবে কর্মদিবস কমিয়ে চারদিন করা হলেও সবমলিয়ে সপ্তাহে মোট ৪৮ ঘন্টা কাজ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কেন্দ্র। এর ফলে সপ্তাহে তিন দিন ছুটি কাটানোর সুযোগ মিললে ও কাজের দিন প্রত্যেক কর্মীকে ১২ ঘন্টা করে কাজ করতে হবে।
সংস্থার সঙ্গে সহযোগিতায় কর্মদিবস কমানোর সঙ্গে সঙ্গে সরকারি বীমা সংস্থার মাধ্যমে কর্মীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোর প্রস্তাব রাখা হয়েছে এই বিধিতে। মন্ত্রটির সচিব অপূর্ব চন্দ্রা গত সোমবার সংবাদমাধ্যমকে বলেন, 'আমরা কর্মচারী বা নিয়োগকারী সংস্থা কারো উপরে এই নতুন নিয়ম বিধি চাপিয়ে দিতে চাইছি না। এতে পুরানো পদ্ধতি ও কাজের বিকল্প থাকবে।শুধুমাত্র কর্মীদের উপর থেকে কাজের চাপ কমানোর লক্ষ্যে এই নতুন শ্রমবিধি।'তিনি আরো যোগ করে বলেন,'এই নয়া শ্রম বিধির খসড়া নিয়ে এখনও চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। এই প্রক্রিয়ায় উত্তর প্রদেশ, পাঞ্জাব এবং মধ্যপ্রদেশের মত রাজ্য অংশ নিয়েছে।'
আরও পড়ুন:নতুন সিনেমায় ইন্দ্রনীল,ইশা
তবে নতুন বিধি প্রণয়নের ক্ষেত্রে নিয়োগকারী সংস্থা ও কর্মচারী দু'পক্ষকেই একমত হতে হবে।তবেই কর্মীদের সপ্তাহে পাঁচ দিনের বদলে চারদিন কাজ ও তিন দিন ছুটির সুযোগ মিলবে।তবে তুই ফ্যাক্টরি কাজের সময়ের হিসেবে কোন হেরফের হচ্ছে না বলে জানিয়েছেন শ্রম মন্ত্রক।কোন সংস্থায় কর্মী ও নিয়োগকারী দুপক্ষ ঐক্যমতে না পৌছালে সেখানে এই নয়া বিধি লাগু হবে না। তার পাশাপাশি কাজের দিন নির্ণয়ের ক্ষেত্রে সংস্থার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কেন্দ্রের সম্মতির কোন প্রয়োজন পড়বে না বলে স্পষ্ট করেছেন শ্রম মন্ত্রক।
জানা যাচ্ছে, খুব শীঘ্রই শ্রম মন্ত্রক ওয়েব পোর্টাল লঞ্চ করবে, যাতে ২০২১ সালের জুন মাসের পর থেকে অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা সরকারি সমস্ত সুযোগ সুবিধা নেওয়ার জন্য অনলাইনে নাম নথিভুক্ত করতে পারবেন। শ্রম মন্ত্রক সূত্রে খবর, পরিবহন ও প্রফেশনাল সেক্টরের কর্মীদের পাশাপাশি গৃহ পরিচালক পরিচালিকারাও কেন্দ্রীয় সরকার প্রদত্ত সমস্ত সুযোগ সুবিধা পাবেন।
আরও পড়ুন:১০০০করে টাকা দেবেন মমতা
একটি মন্তব্য পোস্ট করুন